করবা চৌথ উদযাপনে বলিউড-পত্নীরা, সকলে সাজলেন লাল শাড়িতে

স্বামীর মঙ্গল কামনায় করবা চৌথ রাখেন প্রত্যেক অবাঙালি স্ত্রীরা। ব্যতিক্রম নেই এবারও। বলিউড পত্নীরা সাজলেন লাল শাড়িতে। সঙ্গে ভারী গয়না, ফ্যাশনেবল ব্যাগ। অনিল কাপুর পত্নী সুনিতা কাপুর প্রত্যেক বছর আয়োজন করেন করবা চৌথ উদযাপন। সেখানেই আমন্ত্রিত থাকেন বলি পত্নীরা। এবছরও তার অন্যথা হয়নি। হাজির হলেন শাহিদ পত্নী মীরা কাপুর (Meera Kapoor), রবিনা টন্ডন (Raveena Tandon), মাহিপ কাপুর, শিল্পা শেট্টি, ভাবনা পান্ডে।

লাল শাড়ির মাঝে রবিনা পরলেন হলুদ শাড়ি। সঙ্গে টাইট বান ও হলুদ ফুল। শাহিদ পত্নী সাজলেন লাল শাড়িতে সঙ্গে রয়েছে গোল্ডেন জরির কাজ করা শাড়ি। শিল্পা সাজলেন পিঙ্ক রংয়ের আনারকলি শারারা স্টাইল আউটফিটে। গলায় উজ্জ্বল হার। মাহিপ কাপুর সাজলেন পঞ্জাবি লুকে। অন্যদিকে বরুণ ধাওয়ানের পত্নীকে দেখা গেল সিলভার রংয়ের জরির কাজ করা শাড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 16 =