কলকাতা : কালীঘাটের বাড়ি থেকে দশম শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ওই কিশোর অবসাদে ভুগছিল। তার কাউন্সেলিংও করাচ্ছিলেন বাবা-মা।
সোমবার ভোরে ঘরে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। দ্রুত তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসকেরা কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শৌর্য্য সরকার (১৬)। সে টালিগঞ্জ থানা এলাকার রাসবিহারী অ্যাভিনিউয়ের একটি স্কুলে পড়ত। কালীঘাটের মুখার্জি পাড়া লেনের বাসিন্দা। মানসিক অবসাদে ভুগছিল ওই কিশোর। পরিবার সূত্রে জানা গিয়েছে, হঠাৎ করেই বিষণ্ণ হয়ে পড়েছিল সে। আচমকা অবসাদগ্রস্ত আচরণের জন্য এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে তার কাউন্সেলিং চলছিল।

