কলকাতা : আর জি কর হাসপাতাল থেকে উদ্ধার করা হল মহিলা চিকিৎসকের দেহ। জরুরি বিভাগের চারতলা থেকে দেহটি উদ্ধার করা হয়েছে। এই মৃত্যু নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। বৃহস্পতিবার ডিউটিতে ছিলেন ওই চিকিৎসক। এরপর শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময় সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, এদিন সকালে হাসপাতালের কর্মীরাই দেখতে পান ওই চিকিৎসকের দেহ। অভিযোগ, সন্দেহজনক অবস্থায় পাওয়া গিয়েছে তাঁর দেহ। সহকর্মী ও চিকিৎসকেরা প্রাথমিকভাবে জানিয়েছেন, দেহে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া, দেহে পোশাক ছিল না বলেও সূত্রের খবর। এটা আত্মহত্যার ঘটনা হতে পারে না বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা।
ইতিমধ্যেই নিয়ম মেনে চিকিৎসকের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হতে পারে বলেও জানা যাচ্ছে। সেই রিপোর্ট পাওয়ার পর স্পষ্ট হবে মৃত্যুর কারণ। যদিও এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কীভাবে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে ফরেন্সিক দল। পুলিশ জানিয়েছে, স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন এই মহিলা চিকিৎসক।