কলকাতা : পঞ্চসায়র থানা এলাকার নিউ গড়িয়ায় একটি আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালের ঘটনা। খুন হওয়া বৃদ্ধার নাম বিজয়া দাস (৭৮)।
দেহ উদ্ধারের পরে পুলিশ দেখেছে, বৃদ্ধার স্বামী প্রশান্তকুমার দাসকে হাত বাঁধা অবস্থায় খাটের তলা থেকে উদ্ধার করে পুলিশ। বৃদ্ধের আঙুল থেকে আংটি খুলে নিয়ে যাওয়া হয়েছে। বৃদ্ধারও চুড়ি ও আংটি উধাও।
পুলিশ ঘটনার তদন্ত করছে। পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। আপাতত আত্মহত্যা নাকি খুন—সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

