ছত্তিশগড়ের জাতীয় উদ্যান থেকে উদ্ধার প্রাপ্ত বয়স্ক বাঘের দেহ, গ্রেপ্তার ৩

ছত্তিশগড়ে বিষ খাইয়ে একটি প্রাপ্ত বয়স্ক বাঘকে মেরে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্কে। ইতিমধ্যেই বিষ মেশানোর অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েকদিন আগে একটি মোষকে মেরেছিল বাঘটি। সেই অপরাধের খেসারত দিতে হল বাঘটিকে। বিষ মিশিয়ে বাঘটিকে হত্যা করা হল।

জানা গিয়েছে, কয়েকদিন আগে একটি মোষকে মেরেছিল ওই বাঘটি। স্বভাবমতোই শিকার করা মোষ ফেলে রেখে চলে গিয়েছিল সে। তখনই মৃত মোষের গায়ে বিষ মাখিয়ে দেওয়া হয়। পরে মোষের মাংস খেতে ফিরে আসে বাঘটি। বিষ মেশানো মাংস খেয়েই বাঘটির (Tiger Death) মৃত্যু হয়। ছত্তিশগড় বন সংরক্ষণ বিভাগের প্রধান নরসিং রাও পিভি জানিয়েছেন, ‘মৃত বাঘটি প্রাপ্তবয়স্ক। তার বয়স আট বছর। সম্ভবত রবিবার বিষাক্ত মাংস খেয়েছিল বাঘটি। সোমবার তার মৃতদেহ পাওয়া যায়।’ জানা গিয়েছে, মধ্যপ্রদেশের একটি টাইগার রিজার্ভ থেকে চলে এসেছিল বাঘটি।

বাঘের মৃতদেহ পাওয়ার পরেই তদন্ত শুরু করে বন দপ্তর। তখনই জানা যায়, পার্শ্ববর্তী গ্রামের একটি গৃহপালিত মোষের শিকার করেছিল বাঘটি। তখন থেকেই সন্দেহের তালিকায় ধরা হয় গ্রামবাসীদের। জেরা করা হয় দু’জন সন্দেহভাজনকে। তবে সেই সময়ে বাঘের মৃত্যুর কারণ অজানা ছিল বনকর্মীদের। অনুমান করেছিলেন বিষক্রিয়া থেকেই মৃত্যু হয়েছে বাঘটির। পরে ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যে বিষ মেশানো খাবার থেকেই মৃত্যু হয়েছে বাঘটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − one =