বাঁকুড়া : বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে রাস্তার ধার থেকে উদ্ধার হল দুই যুবকের দেহ। মৃতদের নাম – দেবাশিস মণ্ডল (২২) ও বাপ্পা মাঝি (২৫)। বাঁকুড়ার শালতোড়া থানার অন্তর্গত কাঁটাবাইদ গ্রামের বাসিন্দা ওই দুই যুবক জেলার বাইরে কাজ করতো।
সম্প্রতি হরিনাম সংকীর্তন উপলক্ষে তাঁরা গ্রামে ফিরে আসে। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ দুই বন্ধু একটি বাইকে বেরিয়ে যায়। তারপর আর বাড়ি ফেরেনি। এরপর রবিবার সকালে তাঁদের দেহ উদ্ধার হয়।
এদিন সকালে গ্রামের প্রান্তে একটি ইটের স্তূপের পাশে দুই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। অদূরে পড়ে ছিল একটি বাইক। ভোরে হাঁটতে বেরিয়ে এমন দৃশ্য দেখে কার্যত চমকে উঠেছিলেন শালবেদিয়া গ্রামের মানুষেরা। তড়িঘড়ি থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।