টেস্ট পেপারে ভুল, স্বীকার মধ্যশিক্ষা পর্ষদের

‘আজাদ কাশ্মীর নয়, করতে হবে কাশ্মীর।‘ টেস্ট পেপার বিতর্কে ভুল স্বীকার করল মধ্যশিক্ষা পর্ষদ। এই ঘটনায় মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারিও করা হয় এক নয়া নির্দেশিকা। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ‘আজাদ কাশ্মীর’ সংক্রান্ত যাবতীয় প্রশ্ন মাধ্যমিকের টেস্ট পেপার থেকে সরিয়ে ফেলা হচ্ছে। একইসঙ্গে পর্ষদকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এদিকে ২৩ ফ্রেরুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ৪ মার্চ। ইতিমধ্যেই  প্রতি বছরের মতো এ বছরেও বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র নিয়ে মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেই টেস্ট পেপারে জায়গা পেয়েছে মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রশ্নপত্রও।আর এই স্কুলের প্রশ্ন নিয়েই শুরু হয় এক বিতর্ক। কারণ, এই প্রশ্নপত্রে নজরে আসে ‘আজাদ কাশ্মীর’ শব্দের ব্যবহার। আর এই ইস্যুতেই উত্তাল হয়ে উঠল বঙ্গ রাজনীতি। এই ঘটনায় কড়া মন্তব্য করতেও দেখা যায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে। স্পষ্টতই জাান, ‘এই টেস্ট পেপারের বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে। এটা সন্ত্রাসবাদ প্রমোট করছে। এটা লজ্জাজনক। আমি এই নিয়ে কেন্দ্রকে সবটা জানাব। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এখানেই শেষ নয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পাশাপাশি এই ইস্যুকে কেন্দ্র করে শাসক দল বা তৃণমূল সরকারকেও বিদ্ধ করতে দেখা যায় স্যাফ্রন ব্রিগেডকে। একটি ট্যুইটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার  তুলে ধরেন ওই টেস্ট পেপারের ছবি। সঙ্গে কটাক্ষের সুরে এও লেখেন, ‘তোষামোদের জঘন্যতম উদাহরণ। ছাত্রছাত্রীদের আজাদ কাশ্মীর  ম্যাপে চিহ্নিত করতে বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানেন? এই কাজ অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ শাসকদলের বিরুদ্ধে সুর চড়ান দিলীপ ঘোষও। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্যে করে বলেন, ‘বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করছে এ রাজ্যের তৃণমূল সরকার। পড়ুয়াদের মধ্যে ভারত বিরোধী মনোভাব তৈরি করা হচ্ছে।’

এরপর মঙ্গলবারই ‘আজাদ কাশ্মীর’ বিতর্কে অবশেষে ভুল স্বীকার করে নিয়ে বিবৃতি দিল মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, পর্ষদের কাছে ব্যাখ্যা চেয়েছি।’ পাশাপাশি এও জানান, ‘আমাকে পর্ষদ বলেছে, ব্যবস্থা নিচ্ছে। শুধু ব্যবস্থা নিলে হবে না, কড়া ব্যবস্থা নিতে হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =