চেতলায় মদের আসরে রক্তারক্তি কাণ্ড! খুনের ঘটনায় ধৃত দুই

কলকাতা : কলকাতার চেতলায় মদের আসরে রক্তারক্তি কাণ্ড! দক্ষিণ কলকাতার চেতলার ১৭ নম্বর বাসস্ট্যান্ডের ঘটনা। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে বন্ধুদের সঙ্গে বসে মদ্যপান করছিলেন অশোক পাসোয়ান নামে এক ব্যক্তি। সেই আসরে কোনও কারণে নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন তারা।

অভিযোগ, সেই সময় মদ্যপানেরই এক সঙ্গী আচমকাই অশোকের গলায় শাবল ঢুকিয়ে দেয়। সেই অবস্থায় রাস্তা দিয়ে প্রায় ১০০ মিটার দৌড়ে যান অশোক। তবে আর বেশি দূর এগোতে পারেননি। পড়ে যান রাস্তার উপরই।

রক্তাক্ত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। চেতলায় খুনের ঘটনায় গ্রেফতার সুরজিৎ মণ্ডল ওরফে বাপি এবং তাপস পাল নামে দুই যুবক। পাঁচ জনের নামে এফআইআর দায়ের করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =