মালদা: মাত্র দেড় ফিট জায়গা ছাড়া নিয়ে বিবাদ। আর তারই জেরে শাবল দিয়ে দাদাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, রতুয়া থানার বাহারাল গ্রাম পঞ্চায়েতের কসবা গ্রামে। এই ঘটনায় মৃতের পরিবার অভিযুক্ত ভাই সৈয়দ আরশাদ সহ পাঁচ জনের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত। পুলিশ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
পুলিশ ওই স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সৈয়দ মুরশেদ আলি (৬২)। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৈয়দ মুরশেদের বাড়ির পাশেই রয়েছে তার ভাই সৈয়দ আরশাদের বাড়ি। মাটির বাড়ি ভেঙে নতুন বাড়ি দিচ্ছিলেন দাদা মুরশেদ। আর এই বাড়ি দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় দুই পরিবারের মধ্যে বিবাদ। আর সেই বিবাদকে কেন্দ্র করে শুরু হয় প্রথমে হাতাহাতি তারপরে ধারালো অস্ত্র নিয়ে শুরু হয় হামলা। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় সৈয়দ মুরশেদ আলি। তাকে চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সৈয়দ মুরশেদ আলির। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মৃতের পরিবার জানিয়েছে, পুরনো বাড়ি ভেঙে নতুন করে বাড়ি তৈরি করছিলেন মুরশেদ আলি। কিন্তু সেই বাড়ির দেড় ফিট জায়গা ছেড়েই বাড়ি তৈরি হচ্ছিল। কিন্তু সেই দেড় ফিট জায়গা ছাড়া নিয়ে প্রথম থেকে আপত্তি জানিয়েছিল মুরশেদের ভাই সৈয়দ আরশাদ। বাড়ি করতে দেবে না বলেই গোলমাল সৃষ্টি করেছিল। আর তারপরই এদিন অতর্কিত দাদার ওপর হাঁসুয়া, শাবল নিয়ে অতর্কিতে হামলা চালায়।
মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।