নিজস্ব প্রতিবেদন, কালনা: সহকারী শিক্ষক বিশ্বনাথ রায়কেই হেডমাস্টার করার দাবিতে সোমবার ßুñলের পড়ুয়া থেকে অভিভাবক এবং গ্রামবাসীরা মিলে পথ অবরোধ করলেন। প্রায় ৩০ মিনিট চলল নিমতলা বাজার কালনা কাটোয়া এসটিকে রোডের ওপর অবরোধ। পরবর্তী সময় নাদনঘাট থানার পুলিশের আধিকারিকরা গিয়ে অবরোধ তুলে দেয়।
জানা গিয়েছে, ২০০০ সাল থেকে বিশ্বনাথ রায় নামে সহকারী শিক্ষক হিসাবে চাপাহাঁটি জিএসএফপি বিদ্যালয়ে শিক্ষক হিসাবে রয়েছেন তিনি। আর এই ßুñলে হেডমাস্টার হিসেবে অন্য আর একজনের নাম ঘোষণা হতেই, ßুñলের পড়ুয়া থেকে অভিভাবকরা এদিন পথ অবরোধ বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, দীর্ঘ ২৪ বছর ধরে ওই ßুñলে শিক্ষকতা করছেন, তিনি সিনিয়র হিসাবে প্রধান শিক্ষকের যোগ্য। তাঁকেই প্রধান শিক্ষক করতে হবে। ওই শিক্ষকের দাবি, ছাত্র থেকে অভিভাবকরা আবেগে এসব করেছেন। ছাত্রছাত্রী থেকে গ্রামবাসীদের এই আন্দোলনে আমি হেডমাস্টার না হয়েও হেডমাস্টার হয়ে গিয়েছি।’