ব্যারাকপুর :দিনেদুপুরে পুকুর চুরি! জলাশয় ভরাট করে নির্মাণের একাধিক অভিযোগ উঠছিল ভাটপাড়া পুর এলাকায়।
এবার এ নিয়ে পদক্ষেপ করলেন ব্যারাকপুর-১ নম্বরের বিএলআরও দীপঙ্কর রায়। অভিযোগ পাওয়া মাত্রই মঙ্গলবার সকালে ঘটনাস্থলে হাজির হন বিএলএলআরও দীপঙ্কর রায়। সেখানে দাঁড়িয়ে তিনি জলাশয়টিকে পূর্বের অবস্থায় ফেরাতে নতুন করে খনন করার নির্দেশ দিলেন। এর আগে, ভাটপাড়া পুর এলাকায় পুকুর কিংবা জলাশয় ভরাট নিয়ে অভিযোগ কানে যেতেই সরব হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি ভরাটের কাজে যুক্ত জমি মাফিয়াদের কড়া হুঁশিয়ারিও দিয়েছেন। তবুও জলাশয় ভরাট সম্পূর্ণ বন্ধ হয়নি। এবার বিএলএলআরও-র পদক্ষেপে খুশি স্থানীয় বাসি¨ারা।
জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের নতুনগ্রাম শতদল পল্লিতে জলাশয় ভরাটের অভিযোগ পৌঁছয় বিএলএলআরও-এর কাছে। ঘটনাস্থলে এসে দেখার পর দীপঙ্কর রায় জানান, এখানে জমির চরিত্র বদল করে জলাশয় ভরাট করা হয়েছে। সামান্য অংশ ভরাট হতে বাকি আছে। তিনি বলেন, ‘জলাশয়টিকে ফের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে বলা হয়েছে। কিন্তু পূর্বের অবস্থায় ফিরিয়ে না আনলে জমির মালিকের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ করা হবে।’ অন্য দিকে স্থানীয় কাউন্সিলর সমর পাঠক বলেন, ‘ওটা বাস্তু জমি। ওই জমির মালিক ইন্দ্রজিৎ রায় ও বিশ্বজিৎ রায়। ওখানে রায় পরিবার ৫০ বছর ধরে বসবাস করছেন। মাটি কেটে নিচু জায়গা উঁচু করায় ওই জমিতে গর্তের সৃষ্টি হয়েছিল। তবুও বিএলআরও ভরাট করা অংশ খননের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনেই জমির মালিককে ভরাট অংশ থেকে মাটি তুলে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে বলা হয়েছে।’