আমেরিকায় ফের কৃষ্ণাঙ্গ হত্যা! ৬০ রাউন্ড গুলি পুলিশের

ফের আমেরিকায় (America) পুলিশের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল এক কৃষ্ণাঙ্গ যুবকের। আর এই মৃত্যুকে কেন্দ্র করে আবারও উত্তাল মার্কিন মুলুক (US)। পুলিশকর্মীর শাস্তির দাবিতে সরব এলাকাবাসী। এই ঘটনা আরও একবার জর্জ ফ্লয়েডের (George Floyd) হত্যার স্মৃতি উস্কে দিল বলে দাবি তাঁদের।

আমেরিকার ওহাইয়ো প্রদেশের ছোট্ট শহর অ্যাক্রন (Akron)। সেখানকার বাসিন্দা জেল্যান্ড ওয়াকার (২৫) পেশায় ডেলিভারি বয়। স্থানীয় সময় অনুযায়ী, গত সোমবার ঘটে ঘটনাটি।পুলিশি অত্যাচারে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শনিবার উত্তাল হয় ওহাইয়ো (Ohio) প্রদেশ। পুলিশের বডি ক্যামেরার ফুটেজ প্রকাশের দাবিতে সরব মৃতের পরিবার।পুলিশের দাবি, রাতে ট্রাফিক আইন ভেঙে দ্রুতগতিতে ছুটছিল একটি গাড়ি। তার পিছু নেয় পুলিশ। চালককে গাড়ি থেকে নামতে বলে তারা। কিন্তু গাড়ি থেকে নামেননি তিনি। বরং গাড়ির ভিতর থেকে গুলি ছোঁড়ে জেল্যান্ড। পরে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন তিনি। সেই সময় গুলি ছোঁড়ে পুলিশ। তাঁদের দাবি, নেমে পালানোর সময় জেল্যান্ড আবার গুলি চালাতে পারেন বলে আশঙ্কা করেছিল পুলিশ। এরপরই প্রায় ৯০ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। জেল্যান্ডের আইনজীবীর দাবি, এর মধ্যে অন্তত ৬০টি গুলি তাঁর শরীর ছিন্নবিচ্ছিন্ন করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 1 =