চার গোলে বিধ্বস্ত সাদা-কালো শিবির

অবশেষে জয় পেল হায়দরাবাদ। কলকাতায় খেলতে এসে মহামেডান স্পোর্টিংকে বিধ্বস্ত করল তারা। দিনান্তে স্কোরলাইন বলছে হায়দরাবাদ এফসি ৪ মহামেডান স্পোর্টিং ০।
এই জয়ের ফলে আইএসএলের পয়েন্ট তালিকায় সাদা-কালো ব্রিগেডের উপরে উঠে এল হায়দরাবাদ। অথচ এই হায়দরাবাদকে নিয়েই কয়েকমাস আগে উত্তাল হয়েছিল ভারতীয় ফুটবল। ট্রান্সফার ব্যানের আবর্তে জড়িয়ে পড়েচিল। অবশেষে সব ঝামেলা মিটিয়ে হায়দরাবাদ আইএসএলে এই মরশুমের প্রথম জয় ছিনিয়ে নিল।

ঘরের মাঠে চারটি ম্যাচ খেলে ফেললেও মহামেডান স্পোর্টিং এখনও জয়ের দেখা পায়নি। চেন্নাইয়িনের বিরুদ্ধে প্রথম জয় পেয়েছিল সাদা-কালো ব্রিগেড, তাও প্রায় মাসখানেক হয়ে গিয়েছে। এদিন খেলার ৪ মিনিট থেকে শুরু হল গোলবর্ষণ। ৫১ মিনিট পর্যন্ত চলল তা। মিরান্ডার প্রথম গোলটির পিছনে মহামেডান স্পোর্টিংয়ের গোলকিপার দায়ি। বল ক্লিয়ার করতে না পেরে তা তুলে দেন মিরান্ডার পায়ে। গোল করতে ভুল করেননি তিনি। এর ৮ মিনিট পরই দ্বিতীয় গোল হায়দরাবাদের। স্যাপিচ ব্যবধান বাড়ান। এর তিন মিনিট পরই তৃতীয় গোল দক্ষিণের দলটির।

এবারও গোলদাতা মিরান্ডা। সাদা-কালো শিবির আক্রমণ করলেও সেগুলোতে সেই কামড় ছিল না। বিরতির পর ফের ব্যবধান বাড়ায় হায়দরাবাদ। এবার গোলদাতা পরাগ। একসময়ে মনে হয়েছিল আরও বেশি ব্যবধানে ম্যাচ জিতে নেবে হায়দরাবাদ। কিন্তু সাদা-কালো শিবিরের সহায় ভাগ্যদেবী, তাই চার গোলের বেশি হয়নি।

এবারই প্রথমবার আইএসএল খেলছে মহামেডান স্পোর্টিং। ফলে সেই সমস্যাটা রয়েছে তাদের। ম্যাচের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিতে হবে চেরনিশভের ছেলেদেরা। এদিনের হারের ফলে মহামেডান স্পোর্টিং দ্বাদশ নম্বরে। ত্রয়োদশ স্থানে ইস্টবেঙ্গল এখনও খাতাই খোলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 8 =