নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: এলাকায় লিড বেশি দিলে পরবর্তীতে এমপি ল্যাডে বাড়তি কাজ হবে বলে দলের কর্মী ও ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বিধি ভেঙে বিজেপি প্রার্থী প্রলোভন দেখাচ্ছেন বলে দাবি করে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে তৃণমূল।
যে বুথে দলের কর্মীরা ভালো কাজ করবেন, সেই বুথে বেশি লিড আসবে। আর লিড বাড়লেই পরবর্তীতে সেই এলাকায় সাংসদ উন্নয়ন তহবিল থেকে মিলবে বাড়তি কাজ। সেখানে অর্থ বরাদ্দও বেশি হবে। সোমবার সন্ধ্যায় বাঁকুড়া এক নম্বর ব্লকের পুয়াবাগান এলাকায় দলের কর্মীদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার পদ্ম প্রার্থী সুভাষ সরকার। পরে তাঁর দাবি, যেখানে যেমনটা প্রয়োজন তেমনই বরাদ্দ করা হবে। তবে যে এলাকায় ভোটের লিড বেশি হবে, সেই এলাকায় ইন্সেনটিভ হিসাবে সাংসদ উন্নয়ন তহবিলের বাড়তি অর্থ বরাদ্দ মিলবে।
বিজেপি প্রার্থীর এমন বক্তব্য সামনে আসতেই কড়া সমালোচনা করেছে তৃণমূল। ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থীর দাবি, নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী এমন প্রলোভন দেখানো যায় না। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হবে।