নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: আবারও বিতর্কিত মন্তব্য বিজেপির মণ্ডল সভাপতির। তৃণমূলের রাতের ঘুম কেড়ে নেওয়ার হুঁশিয়ার এবং গণতন্ত্র প্রয়োগে বাধা দিলে ঝাঁটা, বটি, জুতো নিয়ে তৈরি থাকার নিদান কর্মীদের। ক্ষমতায় আসার আগেই হুমকি, মানুষ এর জবাব দেবে পালটা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের।
আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে পাত্রসায়ের ব্লকের নারায়ণপুরে একটি পথসভা অনুষ্ঠিত হয় সোনামুখী বিধানসভার বিজেপি চার নম্বর মণ্ডলের পক্ষ থেকে। এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সোনামুখী বিধানসভার বিজেপির চার নম্বর মণ্ডলের সভাপতি তথা পাত্রসায়েরের বিজেপি নেতা অনুপ ঘোষ বিতর্কিত ও বিস্ফোরক মন্তব্য করে বসেন।
তিনি বলেন, ‘তৃণমূল হামলার ভয় দেখাচ্ছে, ভারতীয় জনতা পার্টির কর্মীরা কোনও দিন ভয় পেয়ে থাকে না, হামলা হলে পালটা হবে।’ তিনি আরও বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীরা আবাস যোজনার জন্য সাধারণ মানুষের কাছে ১০-২০ হাজার করে নিয়েছেন।’ তাঁদের উদ্দেশে বলেন, ‘তৈরি থাকুন লিস্ট সবাইকার হাতে আছে টাকা আদায় করতে আমরা জানি আপনাদের রাতের বেলার ঘুম কেড়ে নেব সাবধান করে দিলাম তৃণমূলকে। সামনেই ২৫ মে আর কয়েকটা মাত্র দিন তৃণমূল কারও বাড়ি গিয়ে যদি বাধা দেয় আপনাদের গণতান্ত্রিক অধিকার যদি হরণ করতে থাকে, আপনাদের ভোটদানে যদি বাধা দেয় তাই আপনারা ঝাঁটা, বটি, জুতো নিয়ে তৈরি থাকুন।’
বক্তব্য শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মণ্ডল সভাপতি তাঁর নিজের বক্তব্য অনড়। এই মন্তব্যের পালটা প্রতিক্রিয়ায় তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু ব¨্যােপাধ্যায় বলেন, ‘এটা বিজেপির কালচার তারা ক্ষমতায় আসার আগেই তাদের ভাবনা যদি এই ধরনের হয়, ক্ষমতা এলে তারা যে কী করবে তা মানুষ বুঝতে পারছে। তাই তাদের মানুষ প্রত্যাখ্যান করছে। বিজেপি হুমকি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। বিজেপি অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ভোটের আগে।’