ঘরছাড়া প্রার্থীদের ফেরালেন বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি

ব্যারাকপুর :মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই হুমকি ও শাসানির ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন ব্যারাকপুর ব্লক-২ পঞ্চায়েত সমিতির বহু বিজেপি প্রার্থী। এঁরা বিলকান্দা-১, বিলকান্দা-২, বন্দীপুর ও পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী। অভিযোগ, মুখে কালো কাপড় বেঁধে শাসকদলের বাইক বাহিনী বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিচ্ছিল। প্রানের ভয়ে ছোট বাচ্চা কিংবা কোলের শিশু সঙ্গে নিয়ে মহিলা প্রার্থীরাও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিলেন। এরপর বিজেপি নেতৃত্ব প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। প্রশাসনের আশ্বাস পেয়ে বিজেপির ঘরছাড়া প্রার্থীরা বৃহস্পতিবার ব্যারাকপুর ব্লক-১ পঞ্চায়েত সমিতির অফিসে আসেন। সেখানে সিম্বল জমা দেওয়ার পর পুলিশের সহায়তার ঘরছাড়া প্রার্থীদের ঘরে পৌঁছে দেওয়া হয়। কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি অরিজিৎ বক্সী বলেন, মনোনয়নপত্র জমা দেবার পর থেকেই ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছিল মনোনয়ন প্রত্যাহার করার। চাপ সহ্য করতে না পেরে চারটি পঞ্চায়েতের সাতজন দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। ভয়ে অনেক মহিলা প্রার্থী বাচ্চা এবং কোলে দুধের শিশু নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পর, তাদের আশ্বাস পেয়ে এদিন ঘরছাড়া প্রার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। কোলে দুধের শিশু নিয়ে বিলকান্দা-২ পঞ্চায়েতের বিজেপি প্রার্থী মৌমিতা সমাদ্দার বলেন, মুখে কাপড় বেঁধে বাইক বাহিনী বাড়ির সামনে ঘোরাঘুরি করছিল। তাই ভয়ে ঘরে ছেড়েছিলাম। প্রশাসনের আশ্বাস পেয়ে ফের ঘরে ফিরছি। এপ্রসঙ্গে খড়দা ব্লক তৃণমূল সভাপতি শুকুর আলি পুরকাইত বলেন, এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়ের নির্দেশ, নির্বাচনে সমস্ত দল অংশগ্রহণ করবে। কিন্তু বিরোধীদের বা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + seven =