কোলহাপুর : বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার মহারাষ্ট্রের কোলহাপুরে এক জনসভায় বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী বলেছেন, বিজেপির আদর্শ ও উদ্দেশ্যে ঠিক নয়, তাই শিবাজী মহারাজের মূর্তি ভেঙে পড়েছে। এদিন কোলহাপুরের ভগবা চকে ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তির আবরণ উন্মোচন করেছেন রাহুল গান্ধী।
পরে কংগ্রেস নেতা রাহুল বলেছেন, “শিবাজী মহারাজ যে মতাদর্শের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই মতাদর্শের বিরুদ্ধে এখন কংগ্রেস লড়াই করছে। তাঁরা (বিজেপি) শিবাজি মহারাজের মূর্তি তৈরি করেছিল এবং কয়েকদিন পর মূর্তিটি ভেঙে পড়ে। তাঁদের উদ্দেশ্য ভুল ছিল এবং মূর্তিটি তাঁদের একটি বার্তা দিয়েছে যে আপনি যদি শিবাজি মহারাজের মূর্তি বানাতে চান তবে আপনাকে শিবাজি মহারাজের আদর্শ রক্ষা করতে হবে।”
রাহুল গান্ধী আরও বলেছেন, “এই কারণেই মূর্তিটি ভেঙে পড়েছে, কারণ তাঁদের আদর্শ ভুল ছিল, তারা আদিবাসী রাষ্ট্রপতিকে রামমন্দির ও সংসদের উদ্বোধনে উপস্থিত হতে দেয়নি, এটি রাজনৈতিক লড়াই নয়, এটি আদর্শের লড়াই।”