বিজেপির পক্ষপাতদুষ্ট, হঠকারী মনোভাব সম্ভল হিংসার জন্য দায়ী : রাহুল গান্ধী

নয়াদিল্লি : উত্তর প্রদেশের সম্ভল জেলায় মসজিদে সমীক্ষাকে ঘিরে হিংসার ঘটনায় বিজেপিকে দুষলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর মতে, বিজেপির পক্ষপাতদুষ্ট, হঠকারী মনোভাব সম্ভল হিংসার জন্য দায়ী।

রাহুল গান্ধী অভিযোগ করেছেন, সম্ভলের পরিস্থিতির জন্য বিজেপি ‘প্রত্যক্ষভাবে দায়ী’। সম্ভলের জনগণের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন রাহুল গান্ধী।

সোমবার নিজের এক্স হ্যান্ডেল রাহুল গান্ধী লিখেছেন, “উত্তর প্রদেশের সম্ভলে সাম্প্রতিক বিরোধের ঘটনায় রাজ্য সরকারের পক্ষপাতদুষ্ট এবং হঠকারী মনোভাব অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা হিংসা ও গুলিবর্ষণে নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা। সব পক্ষের কথা না শুনে প্রশাসনের অসংবেদনশীল পদক্ষেপ পরিস্থিতি আরও খারাপ করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 5 =