অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার বিজেপি কর্মী

নিজস্ব প্রতিবেদন, লাউহাটি: অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার এক বিজেপি কর্মী। পুলিশ সূত্র খবর, ধৃত ব্যক্তির নাম শাহাবুদ্দিন। লাউহাটি মোবারকপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা। শনিবার রাত্রিবেলা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে রাজারহাট থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলেও জানানো হয় পুলিশের তরফ থেকে। এই সব অভিযোগের মধ্যে রয়েছে, পঞ্চায়েত সদস্য মধু মোল্লাকে মারধর, তৃণমূল কর্মী জয়নাল আবেদিনকে মারধর ও আলমগীর মোল্লার ভেরিতে আগুন লাগানো-সহ বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম।

এদিকে সূত্রে খবর, ২০২১ বিধানসভা ভোটে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন ভাস্কর রায়। সেই সময় তাঁর হয়ে সক্রিয় ভাবে প্রচার করতে দেখা যায় এই শাহাবুদ্দিনকে, এমনটা দাবি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। সূত্রের খবর, এরপরই বেশ কিছুদিন বেপাত্তা ছিলেন শাহবুদ্দিন। এরপর ফের নানা ধরনের অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর নাম সামনে আসে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।

এদিকে শাহাবুদ্দিনকে চিনতে অস্বীকার করেন বিজেপি নেতা ভাস্কর রায়। ভাস্করবাবু জানান, ‘উনি একসময় আইএসএফ করতেন। ভোটের সময় আমার কাছে এসেছিল। তবে আমি ওনাকে নিইনি।’ এই প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানান, ‘আমার বিষয়টি পুরো জানা নেই। তবে যদি ধরে নেওয়া যায় যে ওই ব্যক্তি বিধানসভায় বিজেপির হয়ে কারও সঙ্গে কাজ করেছিল তাহলে এটা থেকে কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ আনা যায় না।’

এদিকে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতা মধু মোল্লা জানান, ‘ওকে বারবার ছেড়ে দেওয়া হচ্ছে। আর বেরিয়ে এসে অশান্তি করছে। একসময় আমায় মেরেছিল চপার দিয়ে। আমার তিনখানা গাড়ি ভেঙে দিয়েছিল। শুধু আমায় না আমার দলের অন্য সদস্যদেরও মেরেছিল। ভেড়িতেও আগুন জ্বালিয়ে দিয়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 7 =