নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: রাজ্যে নির্বাচনী সন্ত্রাসের অভিযোগ তুলে পথে নামল বিজেপি। রবিবার বিকেলে ‘খুনী মমতা’ লেখা পোস্টার হাতে বাঁকুড়া শহরের মাচানতলায় বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা কর্মীরা। নেতৃত্বে ছিলেন বিজেপির স্থানীয় বিধায়ক নীলাদ্রি শেখর দানা সহ অন্যান্যরা।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজ্যে গণতন্ত্র ভূলুণ্ঠিত।সন্ত্রাসের পরিবেশে রাজ্যে ভোট হয়েছে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মজুত থাকা সত্ত্বেও তাঁদের ব্যবহার না করে থানায় বসিয়ে রাখা হয়েছিল বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ। এদিন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ছাপ্পা ভোটের খবর করতে গিয়ে বেলিয়াতোড়ে সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি অভিযোগ করেন, শুধু বিরোধীদের খুন করা নয়, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভও আজ শাসক দলের হাতে আক্রান্ত। এমনকি, ভোট পরবর্তী হিংসাও অব্যাহত। এর প্রতিবাদেই তাঁরা পথে নামতে বাধ্য হয়েছেন বলে তিনি জানান।