চুঁচুড়ায় বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, চরম উত্তেজনা এলাকায়

হুগলি: চুঁচুড়া থানার সামনে বিজেপির (BJP) বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। হুগলির বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিদ্যালয়ের মধ্যে মহিলা অভিভাবকদের অশালীন মন্তব্যের প্রতিবাদে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে ধিক্কার মিছিল করে বিজেপি। চুঁচুড়া পিপুলপাতি থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় চুঁচুড়া থানার সামনে। সেখানে বিক্ষোভ দেখায় বিজেপি পরে বিধায়ক অসিত মজুমদারের কুশপুত্তলিকা জানাতে গেলে সেখানে বাধা দেয় পুলিশ। তখনই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পড়ে বিজেপির মাইক কেড়ে নেয় পুলিশ। আটক করা হয় বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি রাজীব ঘরামি সহ বেশ কয়েকজনকে। বিজেপি কর্মীরা থানার সামনে বসে বিক্ষোভ দেখায়। থানার সামনে কুশপুতুলে আগুন ধরাতেই পুলিশ ঝাঁপিয়ে পড়ে কুশপুতুল ছিনিয়ে নেয়। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি টানাহেঁচড়া শুরু হয় বিজেপি কর্মীদের। আইন অমান্য করার অভিযোগে ১৫ জন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। আটক কর্মীদের মুক্তির দাবিতে থানার সামনে বসে পড়ে বিজেপি অন্যান্য কর্মীরা। ঘটনায় স্বপন বিশ্বাস নামে এক বিজেপি কর্মীর নাক কেটে যায়। তার চিকিৎসা হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। এই বিষয়ে বিজেপি হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, গত কয়েকদিন ধরে চুঁচুড়ার বিধায়ক মহিলাদের যে ভাষায় কথা বলছেন তা সমাজ কখনই গ্রহণ করে না। এরই প্রতিবাদে আজ চুঁচুড়া থানায় স্মারকলিপি জমা দিতে গিয়েছিলাম আমরা। যাতে প্রশাসন এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কিন্তু দেখলাম আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলো। টেনে-হিঁচড়ে আমাদের কর্মীদেরকে থানায় ধরে নিয়ে গেল দেখে মনে হচ্ছে পুলিশ আর তৃণমূল একই। সবমিলিয়ে চুঁচুড়া থানায় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 4 =