লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে মুখ্যমন্ত্রীকে টাকা বাড়ানোর অনুরোধ বিজেপি সাংসদের

কলকাতা : লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে টাকা বাড়ানোর অনুরোধ করলেন বিজেপি সাংসদ। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। চিঠিতে লিখলেন, ‘নারীর ক্ষমতায়নে অনুদান বাড়িয়ে করা হোক ২ হাজার টাকা।’

২০২১ বিধানসভা নির্বাচনের পর রাজ্যের শাসক দল বাংলার মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করে। চলতি লোকসভা নির্বাচনের পর এই প্রকল্পে অর্থ বাড়ানো হয়। ফের ‘ সাংসদ তাঁর চিঠিতে অন্যান্য রাজ্যের উদাহরণ টেনে লিখেছেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি করুন মুখ্যমন্ত্রী। তৃণমূলের নেতা ঘনিষ্ঠদের কাছ থেকে কোটি-কোটি টাকা উদ্ধার হয়েছে। সিবিআই-ইডি তদন্তে দেখা গিয়েছে, তাঁরা সকলেই দুর্নীতির সঙ্গে যুক্ত।

এই টাকা সঠিকভাবে ব্যবহার করা হলে মাসে-মাসে মহিলাদের ২ হাজার টাকা দেওয়া কঠিন হবে না। অনুদান বৃদ্ধি হলে তবে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকৃত উদ্দেশ্য সাধন হবে। অন্যথায় এটা স্রেফ ভোট কেনার হাতিয়ার হয়েই থেকে যাবে। দেশের মধ্যে বংলায় মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি। এখানে জিনিসপত্রের দাম সবচেয়ে বেশি। তৃণমূলের সঙ্গে যুক্ত ‘দালাল’দের হাতযশে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশছোঁয়া। যা সামলাতে মাসিক ১০০০-১২০০ টাকা যথেষ্ট নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − three =