নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: সামাজিক মাধ্যমে বিজেপি নেতা নীরজ কুমারের একটি ভয়েস রেকর্ড ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, এই ভয়েস রেকর্ড বিজেপি নেতা নীরজবাবুর তা তিনি স্বীকার করে নিয়েছেন বলেও দাবি। যদিও এই ভয়েস রেকর্ডের সত্যতা যাচাই করেনি ‘একদিন’ পত্রিকা। ভয়েস রেকর্ডে বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে। ভয়েস রেকর্ডে শোনা গিয়েছে, ‘বিষ্ণুপুর লোকসভায় প্রায় ১৯০০ বুথ, এই বুথে দেওয়াল লিখনের জন্য লক্ষ লক্ষ টাকা এসেছে, কিন্তু বর্তমানে বেশিরভাগ দেওয়াল এবং বুথ ফাঁকা। বিজেপি বিরোধী রাজনীতি, বিজেপির এক দু’জন করছেন। মোদি আসবেন তাঁর সভায় যাওয়ার জন্য দেওয়াল লিখন তো দূরের কথা, এলাকায় একটা পথসভাও করতে পারলাম না আমরা, তবে কি আমরা শুধু টাকা চুরি করার জন্য বিজেপিতে এসেছি।’ এরপরই সাংসদ সৌমিত্র খাঁকে কটাক্ষ করে বলতে শোনা যায়, ‘বিষ্ণুপুর সাংগঠনিক জেলার শেখ শাহজাহান সৌমিত্রবাবু এর জবাব আপনাকে প্রকৃত বিজেপি কর্মীদের দিতে হবে।’ সব মিলিয়ে লোকসভা নির্বাচনের পূর্বে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বলেই দাবি। যদিও সমগ্র বিষয় নিয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, মুখ খুলতে রাজি হননি।
তবে জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে দলে কারও কোনও ক্ষোভ থাকলে তাঁর দলকে জানানো উচিত, কল রেকর্ডারের সত্যতা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির এই মোক্ষম পরিস্থিতিতে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের দাবি, এটা বিজেপির কালচার। ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হয়েছে তাই এই ভয়েস রেকর্ড।