কলকাতা : “নীরব প্রতিবাদের সাজা” হিসেবেই বিজেপির নেত্রী রূপা গাঙ্গুলিকে গ্রেফতার করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। এমনটাই দাবি করেছে রাজ্য বিজেপি। কলকাতা পুলিশের তরফে আপাতত এই সিদ্ধান্ত। এরপর জিজ্ঞাসাবাদ নাকি সেন্ট্রাল লক আপে রাখার জন্য লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে এ নিয়ে বিস্তারিত জানানো হয়নি।
বুধবার রাতভর থানার মধ্যেই বসে থাকার পর বিজেপির নেত্রী রূপা গাঙ্গুলি বৃহস্পতিবার সকালেও সেখানেই ছিলেন। এরপর তাঁকে পুলিশের তরফে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, জেসিবি-র ধাক্কায় নবম শ্রেণির এক কিশোর ছাত্রের মৃত্যুর জেরে এই ঘটনা। ছাত্রের মৃত্যুর পর থেকে এলাকায় দেখা মেলেনি স্থানীয় কাউন্সিলর অনিতা কর মজুমদারের। পাটুলি থানার ওসিকে আটকে রেখে বিক্ষোভ চলে। পুলিশকে হেনস্থার ঘটনায় বিজেপি নেত্রী রুবি মণ্ডল-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে বুধবার রাতে বাঁশদ্রোণী থানায় পৌঁছে যান রূপার নেতৃত্বে বিজেপির কর্মী-সমর্থকেরা। থানার ভিতরে প্রবেশ করেন তিনি। সারারাত থানাতেই কাটান বিজেপির রূপা। আর বৃহস্পতিবার সকালে গ্রেফতার হলেন।