পয়গম্বর বিতর্কে সুপ্রিম কোর্টে স্বস্তি বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার

সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা (nupur sharma)। প্রাণসংশয়ের আশঙ্কায় নূপুরের বিরুদ্ধে হওয়া সবকটি মামলা একত্রিত করার নির্দেশ দিল শীর্ষ আদালত। সবক’টি মামলা স্থানান্তরিত করা হবে দিল্লিতে। পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দেশজুড়ে নূপুরের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের হয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর ও অসম পুলিশ বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। সমস্ত মামলায় গ্রেফতারির উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নূপুর। সেই সঙ্গে সবকটি মামলাকে একত্রিত করার দাবিও জানান নূপুর।বহিষ্কৃত বিজেপি নেত্রীর বক্তব্য ছিল, তাঁর জীবনের ঝুঁকি রয়েছে। তাই ভিন্ন ভিন্ন রাজ্যে গিয়ে আইনি লড়াই করা তাঁর পক্ষে সম্ভব নয়। নূপুরের করা আবেদনের ভিত্তিতে এদিন শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, যে সব রাজ্যে মামলা হয়েছে, সেগুলি দিল্লিতে ট্রান্সফার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =