পুলিশের টাকা তোলার প্রতিবাদ করতে গিয়ে শাসানির মুখে বিজেপি নেতা কৌস্তভ

সড়ক পথে রাজ্য পুলিশের তোলাবাজির ঘটনার প্রতিবাদ করতে গিয়ে শাসানির মুখে আইনজীবী তথা  বিজেপি নেতা কৌস্তভ বাগচি। এমন ঘটনার কথা নিজের সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন কৌস্তভ স্বয়ং। সেখানে তিনি লেখেন, এক কর্তব্যরত পুলিশকর্মী পথে পণ্যবাহী গাড়ি থেকে তোলা তুলছিলেন। সেই সময় সেই পথেই ফিরছিলেন কৌস্তভ। এই ঘটনা দেখে তিনি প্রতিবাদ করেন। এই প্রতিবাদের ফলস্বরূপ তাঁকে পাল্টা পুলিশি শাসানির মুখে পড়তে হয়। তাঁর অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, তাঁকে গালিগালাজ করেন ওই পুলিশকর্মী। এরপরই এই ঘটনার পরিপ্রেক্ষিতে খড়দহ থানায় অভিযোগ করেছেন এবং রাজ্যসরকারের অন্যান্য প্রশাসনিক দফতরেও মেল মারফৎ এই ঘটনা জানান।

কৌস্তভের সোশাল মিডিয়া পোস্ট থেকে জানা যাচ্ছে, এই ঘটনা সোমবার রাতের। খড়দহ থানায় কর্মরত ভিএন তিওয়ারি নামে এক পুলিশকর্মী রাতে বিটি রোডে পণ্য়বাহী গাড়ি থামিয়ে তোলা তুলছিলেন। আর সেই কারণে টাটা গেট ও টিটাগড় পৌরসভার মাঝের রাস্তায় অকারণ যানজট তৈরি হয়। কৌস্তভ সেখান দিয়ে যাওয়ার সময়ে এই দৃশ্য দেখে প্রতিবাদ করেন। অভিযোগ, এরপরই ওই পুলিশকর্মী তাঁকে হুমকি দেন, গালিগালাজ করেন। এই পুরো ঘটনার কথোপকথন তিনি সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। একইসঙ্গে খড়দহ থানায় অভিযোগের পাশাপাশি পুলিশ প্রশাসনের কড়া সমালোচনাও করেন তিনি। বিজেপি নেতার দাবি, এটাই বর্তমান পুলিশ প্রশাসনের প্রকৃত চিত্র। আইনশৃঙ্খলার ভার শিকেয় তুলে পুলিশ ব্যস্ত তোলাবাজিতে! আইনজীবী নিজের সমাজমাধ্যমে লিখেছেন যে, তিনি এই ঘটনার শেষ দেখে ছাড়বেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + three =