নিজস্ব প্রতিবেদন, আসানসোল: নির্মীয়মাণ বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতা অভিজিৎ আচার্য ওরফে বাপ্পার বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আসানসোলের কুলটি থানার সাঁকতোড়িয়ার ঘটনা। নির্মীয়মাণ বাড়ির মালিক পবন সিংয়ের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি নেতা অভিজিৎ আচার্য ওরফে বাপ্পা তাঁর দলবল নিয়ে নির্মীয়মাণ বাড়ি ভেঙে দেন।
মঙ্গলবার এলাকায় গিয়ে দেখা গেল নির্মীয়মাণ বাড়ির সম্পূর্ণ অংশ ভাঙা রয়েছে। পবন সিংয়ের স্ত্রী সুমিতা কুমারী দেবীর অভিযোগ, তাঁর স্বামীকে বাপ্পা মারধর করেছেন। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা অভিজিৎ আচার্য। তাঁর অভিযোগ তাঁকে মারার জন্য একদল দুÜৃñতী অফিসে এসেছিল। তাঁর অফিসের কর্মীদের মারধর করা হয়েছে। এই ঘটনার পর দু’ পক্ষই সাঁকতোড়িয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছে।
কুলটির বিধায়ক অজয় পোদ্দার বলেন, ‘এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে, তা হলে তা কোনও মতেই সমর্থনযোগ্য নয়। দলীয় স্তরে খবর নেব প্রকৃত ঘটনা কী ঘটেছে।’