বিজেপি মায়েদের সন্মান নিয়ে খেলছে, সেটা বাংলায় সম্ভব নয়, দাবি রাজন্যার

নিজস্ব প্রতিবেদন, পাণ্ডবেশ্বর: ‘বিজেপি মায়েদের সন্মান নিয়ে যে খেলা খেলছে,সেটা বাংলায় সম্ভব নয়, আর সেটা বাংলার মায়েরাই প্রমাণ করবেন। মুখ্যমন্ত্রী আসল সত্য ঠিক বের করবেন।’ মিছিল শেষে রাজ্য যুবনেত্রী রাজন্যা হালদার সন্দেশখালির ভাইরাল ভিডিও প্রসঙ্গে একথা বলেন।
উল্লেখ্য, মঙ্গলবার তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহর দুর্গাপুরবাসী দেখেছে ঐতিহাসিক এক মহামিছিল। এবার শহর নয়, মফস্বলেও আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে ঐতিহাসিক মহামিছিল দেখল দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা এলাকাবাসী। বৃহস্পতিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মহামিছিলের আয়োজন করা হয়। এদিনের এই মিছিলটি শুরু হয় মাধাইপুর কোলিয়ারির তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয় থেকে। মিছিলটি প্রায় ৪ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এদিন। মিছিলের নজর কাড়ার মতো উপস্থিতি ছিল মহিলাদের। প্রায় ছয় থেকে সাত হাজার তৃণমূল কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান। তৃণমূল কংগ্রেসের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, তাঁদের প্রার্থীকে এই এলাকা থেকে ব্যাপক ভোটে লিড দিয়ে বিজয়ী বানানোর অঙ্গীকার নিয়েছেন তাঁরা। এদিনের এই মিছিলে ছিলেন তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদার ও গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ ছাড়াও প্রচুর তৃণমূলের নেতা ও কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =