কলকাতা: দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই তৃণমূল শুরু করেছে ‘দিদির দূত’ কর্মসূচি। যেখানে রাজ্যের শাসক দলেরা প্রতিনিধিরা গ্রামাঞ্চলে গিয়ে অভিযোগ শুনে ব্যবস্থা নেবেন।
তবে এবার পঞ্চায়েত ভোটের আগে ওবিসিদের মন পেতে প্রস্তুতি শুরু করল বঙ্গ বিজেপি। রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সোচ্চার হয়ে কলকাতার রাজপথে নামতে চলেছে গেরুয়া শিবির। আগামী ৬ থেকে ১৪ এপ্রিল ন’দিনব্যাপী বিজেপির ওবিসি মোর্চার বিশেষ কর্মসূচি রয়েছে।বিজেপির তরফে খবর, ওই ন’দিন ধরে মোদি সরকার ওবিসিদের জন্য কী কী ইতিবাচক পদক্ষেপ করেছে এবং উলটোদিকে রাজ্য সরকার যে কিছুই তেমন করেনি সেটাই প্রচার করা হবে।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, এ রাজ্যে বিরোধীদের কোনও কর্মসূচিই সুষ্ঠুভাবে করতে দেওয়া হয় না। পুলিশ ও প্রশাসন যে বাধা দেবে, সেই আশঙ্কা করাই যায়। তবে বাধা যা-ই আসুক, রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মসূচি হবেই। ওবিসি মোর্চার এই বিশেষ সুকান্ত মজুমদার থাকবেন। পাশাপাশি অংশ নেওয়ার কথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের।