‘পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার গঠন না করা পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের বিশ্রাম নেই।’ বৃহস্পতিবার ন্যাশানাল লাইব্রেরির এক অনুষ্ঠানে এসে বাংলায় বিজেপির সরকার গঠন নিয়ে এমন আশাবাদী মন্তব্য করতে শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এদিন ন্যাশনাল লাইব্রেরিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নন্দীগ্রামের বিধায়ক পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।সঙ্গে আশ্বাস দেন, বর্তমানে রাজ্যে যে অবস্থা চলছে তার পরিবর্তন হবে বলেও। এরই পাশাপাশি দলের কর্মী-সমর্থকদের হতাশ হতেও নিষেধ করেন।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে শুভেন্দু এদিন বলেন, এ রাজ্যে রাষ্ট্রবাদী সরকার হবেই। রাষ্ট্রবাদী বলতে নিজের দল বিজেপির কথা যে বলেছেন তিনি তা বুঝতে ভুল হওয়ার কথা নয় কারওরই।
এরই পাশাপাশি পশ্চিমবঙ্গের বর্তমান শাসকদলকে বিদ্ধ করে শুভেন্দু জানান, ‘বাঁচাতে হবে পশ্চিমবঙ্গকে। ৭২ জায়গায় বিএসএফের পোস্ট করতে দেয়নি।বাংলাদেশ থেকে অগণিত লোক ঢোকাচ্ছে।’ তবে বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়ে সরব হলেও তাঁর দল যে মুসলিম বিরোধী নয় তা এদিন মনে করিয়ে দেন শুভেন্দু। এরই রেশ টেনে তিনি বলেন, ‘আমরা কোনও ধর্মের বিরোধী নই।যাঁরা ভারতীয় মুসলিম রাষ্ট্রবাদী, তাঁদের সঙ্গে আমাদের বিরোধ নেই।’ একইসঙ্গে এই অনুপ্রবেশের ব্যাপারে বাঙালির জাগরণ আশা করছেন শুভেন্দু। এ নিয়ে তিনি বলেছেন, ‘এখন যদি বাঙালি না জাগে অনেক জেলাই আর আমাদের হাতে থাকবে না।’ এরই পাশাপাশি নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর ভোটের ধরনে কী পরিবর্তন হয়েছে, তা নিয়েও নিজের মতামত এদিন প্রকাশ করতে দেখা যায় বিরোধী দলনেতাকে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পদে মোদি বসার আসার আগে ভারতে বেশিরভাগ জায়গায় ভোট হত পরিবারবাদ, তোষণ ও জাতপাতের ভিত্তিতে। মোদি ক্ষমতায় আসার পর ৯০ শতাংশ জায়গায় আর তোষণ, জাতপাত ও পরিবারবাদের নিরিখে ভোট হয় না।এখন আর কেউ বলেন না আমরা ওবিসি হিন্দু, এসটি হিন্দু, ব্রাহ্মণ বা রাজপুত।এখন সবাই বলে আমরা ভারতীয় সনাতন সংস্কৃতিতে বিশ্বাসী।’
এরই পাশাপাশি শুভেন্দু এও বলেন, ‘বিজেপি একমাত্র রাজনৈতিক দল যাঁরা সভার আগে ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে।তা সেই সভা লক্ষদ্বীপে হোক, কাশ্মীরে হোক বা দেশের যে প্রান্তেই হোক।বিজেপির সভা হলেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সম্মান জানানো হয়। আর সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে বিজেপি আসবে না, তা কখনও হয় না।’ এর পর কর্মীদের উদ্দেশে তাঁর আশ্বাস, ‘আপনারা হতাশ হবেন না।সব ঠিক মতো হচ্ছে।এ রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হবেই।’