ভগবান হনুমানের আদর্শে চলে বিজেপি, দলের প্রতিষ্ঠা দিবসে বিশেষ বার্তা মোদির

বৃহস্পতিবার হনুমান জয়ন্তী ও বিজেপির (BJP) প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মী থেকে দেশবাসীকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, ‘আমরা যদি ভগবান হনুমানের সারা জীবন দেখি, দেখা যাবে করতে পারার জেদ ছিল তাঁর। এটাই তাঁকে বড় সাফল্য পেতে সাহায্য করেছে। করতে পারবই। ভগবান হনুমান সারা জীবন ধরে এরকমই আচরণ পালন করেছেন। আর এটাই তাঁকে বড় সাফল্য পেতে সাহায্য করেছে।’ এদিন বিজেপি এবং হনুমানের মধ্যে সমান্তরাল রেখা টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘এই দল নিঃস্বার্থ সেবার আদর্শে বিশ্বাসী।’

৬ এপ্রিল হনুমান জয়ন্তীর পাশাপাশি বিজেপির ৪৪তম প্রতিষ্ঠা দিবস। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ‘ভগবান হনুমানে’র আদর্শ মেনে চলারই বার্তা দিলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে বিজেপির ভাবধারা তুলে ধরে তিনি বলেন, ‘দুর্নীতি, স্বজনপোষণ থেকে ভারতকে মুক্ত করতে এবং আইন-শৃঙ্খলা ধরে রাখতে কড়া পদক্ষেপ করতে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি।’

এদিন বিরোধীদেরও তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘বিরোধী দলগুলি বড় ভাবনা-চিন্তা করতে পারে না, ছোটো লক্ষ্য তৈরি করে এবং ছোটো সাফল্যেই তারা সন্তুষ্ট থাকে।’ একইসঙ্গে বিজেপির পরিকল্পনা তুলে ধরে নমো বলেন, ‘বিজেপি বড় স্বপ্ন দেখায় বিশ্বাসী এবং বড় সাফল্য পায়।’ নাম না করে বিরোধীদের তোপ দেগে তাঁর অভিযোগ, ২০১৪ সাল পর্যন্ত ওরা দরিদ্র, পিছিয়ে পড়া শ্রেণী এবং দুঃস্থদের অপমাণ করে এসেছে। জম্মু- কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের বিষয়টিও বিরোধীরা মেনে নিতে পারেনি বলেও জানা মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − three =