নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: বিজেপি মানেই মতুয়া সম্প্রদায় নয়, মতুয়া সম্প্রদায়ের ভোট নিয়ে সেই রকম অসুবিধা হবে বলে আমার মনে হয় না, শুক্রবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক সাধারণের কাছে নমিনেশন জমা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নমিনেশন পর্ব। গতকাল বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্তদের নিয়ে ডঙ্কা বাজিয়ে কবিগান গাইতে গাইতে নমিনেশন জমা করেন। তারপর এদিন বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকার নমিনেশন জমা করতে আসেন। নমিনেশন জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নে বিজেপি প্রার্থী অসীম সরকারের নমিনেশন জমা দেওয়ার প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকার বলেন, ‘ওঁর মতো উনি এসেছেন, আমরা আমাদের মতো এসেছি আমি অত বেশি প্রচার পছন্দ করি না। নমিনেশন জমা দিতে হয় তাই তৃণমূল কংগ্রেসকে যারা সাপোর্ট করে তাঁরা শুধুমাত্র এসেছেন।’
মতুয়া সম্প্রদায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিজেপি মানেই মতুয়া নয়, মতুয়া সম্প্রদায়ের প্রচুর সংখ্যক মানুষ আমাকে সাপোর্ট করছেন, তাঁরা মনে করছেন যে সর্বদা পাশে থাকবে তাঁকেই তাঁরা ভোট দেবেন, আমার মনে হয় তার মধ্যে আমিও আছি। মতুয়া সম্প্রদায় ভোট নিয়ে সেই রকম অসুবিধা হবে বলে আমার মনে হয় না।’