প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা বিজেপির

নয়াদিল্লি : প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে নিশানা করে কেন্দ্রের তোপের মুখে পড়লেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁর মন্তব্যকে লজ্জাজনক বলে অভিহিত করেছে বিজেপি। তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা করে শুক্রবার বিজেপি নেতা তরুণ চুঘ বলেছেন যে, প্রধানমন্ত্রী বিদেশে যে সম্মান পান তা প্রতিটি ভারতীয়ের জন্য গর্বের বিষয়। যে দেশই হোক না কেন, যখন ভারতের নেতৃত্বকে বিশ্ব মঞ্চে উচ্চ স্থান দেওয়া হয়, তখন সেই মুহূর্তটি সমগ্র ভারতের মর্যাদার প্রতীক হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী ভাগবত মানের বক্তব্য লজ্জাজনক এবং প্রতিটি ভারতীয়ের জন্য অপমানজনক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বিবৃতিতে তরুণ চুঘ বলেছেন যে, একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য কেবল প্রধানমন্ত্রীর জন্যই নয়, সমগ্র দেশ এবং পঞ্জাবের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী পদের জন্য অপমান। তিনি বলেছেন যে এই ধরনের অহংকার আর সহ্য করা হবে না। ভগবন্ত মান-এর দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং অবিলম্বে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত।

উল্লেখ্য, এক জনসভায় পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী কোথায় যেন গিয়েছিলেন। আমার মনে হয় ঘানায়। তিনি এবার দেশে ফিরছেন এবং তাঁকে স্বাগত। ভগবান জানেন, কোন কোন দেশে গিয়েছিলেন- ম্যাগনেসিয়া, গ্যালভিয়াইসিয়া, তারভেসিয়া…। এভাবেই আজগুবি সব নাম করে প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে নিশানা করেন এএপি নেতা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বলেন, উনি ১৪০ কোটি মানুষের দেশে থাকছেন না। ১০ হাজার জনসংখ্যার দেশে গিয়ে সর্বোচ্চ সম্মান পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =