পানপুর গণনাকেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে বের করে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ব্যারাকপুর :ব্যারাকপুর-১ ব্লকের ভোট গণনাকেন্দ্র পানপুর মাখনলাল হাইস্কুল থেকে এক বিজেপি প্রার্থীকে টেনে হিঁচড়ে বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বরুণ সর্দার নামে ওই ব্যক্তি মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী। তিনি আবার বিজেপির ব্যারাকপুর সংগঠনিক জেলার এসটি মোর্চার সভাপতি। বরুন সর্দারের দাবি, জেতা আসন কব্জা করতেই তৃণমূলিরা পুলিশকে দিয়ে তাকে গণনা কেন্দ্রের বাইরে বের করে দিয়েছে। তৃণমূল নেতা সনৎ দে-র দাবি, মদ্যপ অবস্থায় গণনা কেন্দ্রে ঢুকেছিলেন ওই বিজেপি প্রার্থী। মাতলামি করার জন্য পুলিশ ওকে বাইরে বের করে দিয়েছে। মামুদপুরের বাসিন্দা তথা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, ‘মদ্যপানের অভিযোগ ভিত্তিহীন। যিনি মদ্যপানের অভিযোগ করছেন, তিনি কোথাকার লোক, সেটা আগে দেখা হোক।’ ফাল্গুনী দেবীর অভিযোগ, ভোটের দিন যেসকল সংসদ এলাকায় শাসকদল ভোট লুঠ করতে ব্যর্থ হয়েছে। এদিন সেই জেতা আসনগুলো কব্জা করতেই পুর অঞ্চলের গুন্ডাবাহিনীকে গণনা কেন্দ্রে ঢুকিয়েছে তৃণমূল কংগ্রেস। ঠিক যেন ২০১৩ সালের পুনরাবৃত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − one =