রামনবমীর শোভাযাত্রায় প্রচার আসানসোলের বিজেপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদন, অণ্ডাল: ওয়ার্কশপ কলোনি রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে বুধবার অণ্ডালে পালিত হল রামনবমী উৎসব। এদিন সকালে ওয়ার্কশপ কলোনি থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এলাকার রয়্যালটি মোড়, উত্তর বাজার, দক্ষিণ বাজার, ১২ নম্বর রেল কলোনি রোড, মসজিদ মোড় হয়ে ফের ওয়ার্কশপ কলোনিতে ফিরে এসে শেষ হয় শোভাযাত্রা। ভক্তদের পাশাপাশি শোভাযাত্রায় অংশ নেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া। হুডখোলা গাড়িতে চড়ে তিনি শোভাযাত্রায় এলাকা পরিক্রমা করেন পাশাপাশি সারেন জনসংযোগও। এলাকাবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি শান্তিপূর্ণ ভাবে উৎসব পালন করার আবেদন জানান তিনি । শোভাযাত্রার আসা যাওয়ার পথে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এলাকায় নজরদারি চালানো হয় ড্রোনের মাধ্যমে। শান্তিপূর্ণ ভাবে এদিনের শোভাযাত্রা শেষ হয় বলে দাবি পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 3 =