১৫৮ আসনে এগিয়ে বিজেপি (বেলা ২টা) জয় নিশ্চিত, পরবর্তী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রই, শপথ ১২ ডিসেম্বর

আহমেদাবাদ: গুজরাতে বিজেপির জয় নিশ্চিত। বেলা ২টা নাগাদ ১৫৮ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস মাত্র ১৬ টি আসনে। এদিকে গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তাও স্থির হয়ে গেল ইতিমধ্যেই। বিজেপি শিবির সূত্রে খবর, গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র পটেলই। আগামী ১২ ডিসেম্বর তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এদিকে সুরাটে উদযাপন শুরু বিজেপির। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি এখনও অবধি ৫টি আসনে জয়ী হয়েছে। এগিয়ে রয়েছে ১৫০টি আসনে। আপের মুখ্যমন্ত্রী প্রার্থী তিনি। এদিকে নিজের কেন্দ্র থেকেই পিছিয়ে গেলেন ঈশুদান গাদভি। খাম্বালিয়া কেন্দ্রের প্রার্থী ঈশুদান ১৪ হাজার ৭৬১ ভোটে পিছিয়ে রয়েছেন। এদিকে গুজরাত বিধানসভা নির্বাচনে ভিরামগাম কেন্দ্র থেকে জয়ী হলেন বিজেপি নেতা হার্দিক পটেল। ফলঘোষণার পর তিনি বলেন, ‘এটা বিজেপির উন্নয়নের জয়। ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের ফল। আগামী ২০ বছরের কাজের দিকে।‘

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 14 =