‘পাখি এবার মুক্ত’, টুইটার অধিগ্রহণের পর টুইট ইলন মাস্কের

শুক্রবারই টুইটার অধিগ্রহণ (Twitter Acquisition) প্রক্রিয়া সম্পন্ন করেছেন টেসলা কর্ণধার ইলন মাস্ক (Elon Musk) দীর্ঘ আইনি জটিলতার পর ৪৪০০ কোটি মার্কিন ডলার চুক্তি পূরণ হতেই টেসলার শীর্ষ আধিকারিকদের ঘাড় ধরে সংস্থা থেকে বের করে দিয়েছেন ইলন। সেই তালিকায় রয়েছেন টুইটারের সিইও পরাগ আগরওয়াল-সহ টুইটারের লিগাল হেড বিজয়া গাড্ডে, চিফ ফিনান্সিয়াল অফিসার নেড সেগল ও সিন এজেড। টুইটার নিজের করায়ত্ত করার পরই তাৎপর্যপূর্ণ টুইট করেছেন মাস্ক। টুইটে মাস্ক লেখেন, ‘পাখি এবার মুক্ত।’ নীল রঙের টুইটার লোগো সকলের কাছে ভীষণ পরিচিত।

টুইটারের দায়িত্ব নেওয়ার পরই সংস্থার শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ করা হতে পারে সেই ইঙ্গিত আগেই মিলেছিল। ওয়াশিংটন পোস্ট সিএনবিসি সূত্রে পরাগ আগরওয়ার সহ বাকিদের বরখাস্ত করার খবর সামনে এসেছে। বুধবার মুখে চওড়া হাসি নিয়ে চিনামাটির একটি বেসিন হাতে টুইটার সদর দপ্তরের প্রবেশ করেছিলেন ইলন মাস্ক। নিজের টুইটার প্রোফাইলের বায়ো বদলে ‘চিফ টুইট’ করেছেন ইলন।

অতীতে টুইটারকে ব্যবহার করে বহু বার অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। এমনকি, কারও সম্পর্কে অশালীন মন্তব্য করে টুইটারে সরব হতেও দেখা গিয়েছে নেটাগরিকদের। ওই ধরনের ঘটনায় লাগাম টানতেই মাস্কের এই বক্তব্য কি না, তা নিয়ে চর্চার মধ্যেই ‘পাখি মুক্ত’ হওয়ার যে বার্তা দিলেন ইলন, তা আলাদা মাত্রা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =