বীরভূম : অপেক্ষার অবসান। শনিবার দুপুরে বহু প্রতীক্ষিত বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির বৈঠক শুরু হয়েছে। বোলপুরে তৃণমূলের কার্যালয়ে শুরু হয়েছে বৈঠক। জেলার উন্নয়নের ক্ষেত্রে এদিনের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
তাৎপর্যপূর্ণভাবে কোর কমিটির এই বৈঠকে প্রথমবার উপস্থিত রয়েছেন অনুব্রত মণ্ডল। এছাড়া এদিনের বৈঠকে যোগ দিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা ও কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী।
দীর্ঘদিন ধরেই অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের ঠান্ডা লড়াই রয়েছে, এমনটাই দাবি বিরোধী দলগুলির। তার প্রেক্ষাপটে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিনের বৈঠকের পর বীরভূম জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল শেষ হয় নাকি সেটার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এদিনের বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিও উপস্থিত রয়েছেন।