ফের পথ দুর্ঘটনা হাওড়ায়। প্রাণ গেল একজনের। মৃত ব্যক্তির নাম অভিজিৎ ধাড়া। ঘটনাস্থল উলুবেড়িয়া। সূত্রে খবর, বছর ৫২-র অভিজিৎবাবু বাইকে চেপে ছেলেকে নিয়ে কাজে যাওয়ার সময় ট্রেলারের সঙ্গে ধাক্কা লাগে । ধাক্কায় মৃত্যু হল বাবার। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে ১৬ নং জাতীয় সড়কে বাগনানের খাদিনান মোড়ে।মৃত অভিজিৎ ধাড়ার বাড়ি বাগনান থানার বাইনানের কড়িয়া গ্রামে। দুর্ঘটনায় মৃত ব্যক্তির ছেলে সৌরভ ধারা আহত হন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে রাজমিস্ত্রির কাজে যাওয়ার জন্য বাবা ও ছেলে বাইকে চেপে কুলগাছিয়ায় যাচ্ছিলেন।এরপর ১৬ নং জাতীয় সড়কে বাগনান খাদিনান মোড়ের কাছে কলকাতা অভিমুখে যাওয়া একটি বাস যাত্রী তোলার জন্য দাঁড়ায়। সেই সময় অভিজিৎ ধাড়া বাইক নিয়ে বাসটিকে ওভারটেক করার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রেলার অভিজিৎবাবুর বাইকে ধাক্কা বাইকের পিছনে অভিজিৎ ধাড়ার বসে থাকায় তিনি বেশি ক্ষতিগ্রস্ত হন। দু’জনেই বাইক থেকে ছিটকে পড়েন রাস্তায়। দুর্ঘটনার পরেই ঘটনাস্থল ছেড়ে ট্রেলারটি পালিয়ে যায়। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বাগনান থানায়। দ্রুত দুজনকেই স্থানীয় বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অভিজিৎ ধাড়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য যানজট হয় বাগনান রোডের উপর। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। তবে সৌরভকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশ ঘাতক ট্রেলারটিকে আটক করতে পারেনি।বাগনান থানার পুলিশ সূত্রে খবর, অভিজিৎবাবুর দেহ উলুবেড়িয়া মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।