সোমবার থেকে অর্থাৎ ১৭ এপ্রিল থেকে শনিবার ২২ এপ্রিল পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল বিকাশ ভবন। স্কুল শিক্ষা দপ্তর ও উচ্চশিক্ষা দপ্তর পৃথকভাবে দু’টি বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়েছে, তাপপ্রবাহের পরিস্থিতি রাজ্যে। এই কারণে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, স্বশাসিত, রাজ্য বা কেন্দ্রীয় সরকার সাহায্য়প্রাপ্ত বা পোষিত এবং রাজ্যের বেসরকারি স্কুলগুলি সোমবার থেকে বন্ধ থাকবে। তবে কবে পর্যন্ত বন্ধ থাকবে তা নিয়ে স্পষ্ট কোনও নির্দেশ নেই। আপাতত বন্ধ রাখা হচ্ছে এক সপ্তাহের জন্য। পরিস্থিতি বুঝে তা যে বাড়তে পারে সে ইঙ্গিতও রয়েছে বিজ্ঞপ্তিতে। তবে আপাতত ছুটি থাকলেও পরে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর।
এদিকে এই নির্দেশিকা জারি হওয়ার পরই একাধিক বেসরকারি স্কুল থেকে অভিভাবকদের কাছে বার্তা এসেছে অনলাইন ক্লাসের। সোমবার থেকে স্কুলে যেতে না হলেও অনলাইন ক্লাস করতে হবে পড়ুয়াদের, এই মর্মে দেওয়া হয়েছে নোটিস। ঠিক যেমন ভাবে কোভিড আবহে স্কুলগুলি হোয়াটস অ্যাপ গ্রুপে নানাভাবে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখত। এবার সেই গ্রুপগুলিতেই অনলাইন ক্লাসের নোটিস দেওয়া হয়।