সহর্ষা : নিবার্চনী জনসভায় বিতর্কিত মন্তব্য করে বসলেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। শুক্রবার বিহারের সহর্ষায় এক নির্বাচনী জনসভায় তেজস্বী বলেন, “প্রধানমন্ত্রী মোদী গুজরাটে কারখানা স্থাপন করছেন এবং বিহারে জয় চাইছেন, কিন্তু এমনটা হবে না। আমরা বিহারি, আমরা ‘বহিরাগতদের’ ভয় পাই না।”
জনসভায় ভাষণ দেওয়ার সময় আরজেডি নেতা এবং মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব বলেন, “মুকেশ সাহানি উপ-মুখ্যমন্ত্রী হবেন এবং অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের আওয়াজ তুলবেন। আমরা অন্যান্য ধর্ম এবং সমাজের অংশের প্রতিনিধিত্বকারী আরও উপ-মুখ্যমন্ত্রীও তৈরি করব।”

