মেঘালয়কে হারানোর পর সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে আবারও সেভেন স্টার পারফরম্যান্স বাংলা দলের। রেলওয়েজকে ৭-০ গোলে হারাল বাংলার মেয়েরা। হ্যাটট্রিক করলেন রিম্পা হালদার। জোড়া গোল সুলঞ্জনা রাউলের। এবং একটি করে গোল করেন মৌসুমী মুর্মু ও বাংলার অধিনায়িকা সঙ্গীতা বাসফোর।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে দোলা মুখোপাধ্যায়ের মেয়েরা। প্রথমার্ধেই ৭-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় বাংলা। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেলেও স্কোরবোর্ডে আর গোলের সংখ্যা বাড়াতে পারেনি সঙ্গীতারা। টানা দুই ম্যাচে দাপটে জয়। এর ফলে গ্রুপ ডি -এর পয়েন্টস টেবিলে শীর্ষস্থানে রয়েছে বাংলা। আগামী মঙ্গলবার সিকিমের বিরুদ্ধে ড্র করলেই সিনিয়র ন্যাশনাল ওমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে পৌঁছে যাবে বাংলা।
অন্যদিকে কলকাতা লিগে মোহনবাগান ও সাদার্ন সমিতি দলের দুই পয়েন্ট করে কেটে নেওয়া হল। সোমবার আইএফএ -এর লিগ সাব কমিটির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়।

