এখনও অধরা খলিস্তানি নেতা (Khalistani Leader) অমৃতপাল সিং। তবে এরই মধ্যে বড়সড় সাফল্য পেল পঞ্জাব পুলিশ। হোশিয়ারপুর থেকে গ্রেপ্তার করা হল অমৃতপাল-ঘনিষ্ঠ পপালপ্রীত সিংকে।
সোমবার দিল্লি পুলিশের সঙ্গে এক যৌথ অভিযানে, পঞ্জাবের হোশিয়ারপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। গত ১৮ মার্চ অমৃতপালের সঙ্গেই গা ঢাকা দিয়েছিল পপলপ্রীতও। তারপর দুজনকে এক অজ্ঞাত স্থানে সফট ড্রিঙ্কে চুমুক লাগাতে দেখা গিয়েছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। পুলিশ সূত্রে খবর, প্রথমে তারা পালিয়ে দিল্লির এক জায়গায় আত্মগোপন করেছিল। তারপর, দুজনে একসঙ্গেই হরিয়ানায় পালিয়েছিল। সেখানে এক মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছিল। গত কয়েকদিনে হরিয়ানার কুরুক্ষেত্র এলাকায় দুজনকে দেখা গিয়েছে বলে দাবি করেছিল পুলিশ। এবার পপলপ্রীত ধরা পড়ায়, অমৃতপালও দ্রুত ধরা পড়বে বলে আশা করা হচ্ছে।
পপালপ্রীত সিং হলেন ‘ওয়ারিস পঞ্জাব দে’-র মাথা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পপালপ্রীতের সন্ধানে পঞ্জাব পুলিশ এবং গোয়েন্দা বিভাগ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করেছিল। সোমবার তাতেই মিলল সাফল্য।
পুলিশের ধারণা, পপালপ্রীত নিজেদের জালে পাওয়ার অর্থ অমৃতপাল সিংয়ের গ্রেপ্তারি সময়ের অপেক্ষা। আর বেশিদিন তাঁর পক্ষে গা ঢাকা দিয়ে থাকা সম্ভব হবে না।