টি-২০ বিশ্বকাপে বড় অঘটন, অস্ট্রেলিয়াকে হারাল আফগানিস্থান

রবিবারের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তাঁর সেই সিদ্ধান্ত কাজে আসেনি। আফগানিস্তানের দুই ওপেনার ১১৮ রানের জুটি তৈরি করেন। রহমানুল্লাহ গুরবাজ করেন ৪৯ বলে ৬০ রান। মারেন ৪টি করে চার এবং ছক্কা। অপর আফগান ওপেনার ইব্রাহিম জাদরান খেলেন ৪৮ বলে ৫১ রানের ইনিংস।

আফগানিস্তানের ইনিংসের শেষ দিকে প্যাট কামিন্স জ্বলে ওঠেন বল হাতে। ১৮তম ওভারের শেষ বলে কামিন্স আউট করেন আফগানিস্তানের অধিনায়ক রশিদকে। ২০তম ওভারেও কামিন্সের হাতে বল তুলে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ। সে সময় আফগানিস্তানের রান ছিল ৪ উইকেটে ১৪১। ওভারের প্রথম দু’বলে কামিন্স আউট করেন করিম এবং গুলবাদিন নাইবকে। নিজের পর পর তিন বলে ৩টি উইকেট তুলে নেন কামিন্স। সম্পূর্ণ করেন হ্যাটট্রিক। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক হ্যাটট্রিক করলেন তিনি।

জয়ের জন্য ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু তাদের প্রথম সারির কোনও ব্যাটারই সুবিধা করতে পারেননি আফগানিস্তানের বোলিং আক্রমণের সামনে। দুই ওপেনার ট্র্যাভিস হেড (শূন্য) এবং ডেভিড ওয়ার্নার (৩) দ্রুত ফিরে যান। রান পাননি মার্শও (১২)। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে একমাত্র লড়াই করেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪১ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। স্টোইনিস করেন ১৭ বলে ১১ রান। বাকি কেউই দু’অঙ্কের রান করতে পারেননি। অস্ট্রেলিয়াও পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =