তৃণমূলে বড় রদবদল আসন্ন, অভিষেকের প্রস্তাবে মমতার সিলমোহর ; পূর্ব মেদিনীপুরে পদ হারানোর শঙ্কায় বড় নেতারা

কলকাতা : লোকসভা নির্বাচনে দলের হতাশাজনক ফলের পর আসন্ন বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসে বড়সড় রদবদল হতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত এই রদবদলে অনুমোদন দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানাচ্ছেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা।

দলীয় সূত্রে খবর, উপনির্বাচনের পরেই রাজ্যের ১৫টি জেলার সভাপতি এবং বিভিন্ন সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তাছাড়া, অনেক পৌরসভা এবং পুর নিগমের নেতৃত্বেও পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুরে, যেখানে লোকসভা ভোটে তৃণমূলের পারফরম্যান্স একেবারেই সন্তোষজনক ছিল না, সেখানে কিছু নেতার পদ হারানোর সম্ভাবনা প্রবল বলে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে।

পূর্ব মেদিনীপুরে দুই মন্ত্রী থাকা সত্ত্বেও তৃণমূল দলীয়ভাবে বিপর্যস্ত হয়েছে। মন্ত্রী অখিল গিরি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, তবে মৎস্য মন্ত্রী হিসেবে রয়েছেন বিপ্লব রায় চৌধুরী, যাঁর নিজের বিধানসভা এলাকা কোলাঘাটেও ফল খারাপ হয়েছে। জেলায় তাকে সরিয়ে উত্তম বারিককে আনার জল্পনা রয়েছে। তমলুক সাংগঠনিক জেলা সভাপতি অসিত ব্যানার্জি এবং জেলার চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতিও এই রদবদলের সম্ভাব্য তালিকায় রয়েছেন। তমলুকের লোকসভা ভোটে দেবাংশু ভৌমিকের পরাজয়ের পর তাদের পদে পরিবর্তনের দাবি তুলেছেন অনেকে।

এই রদবদলের খবর জানাজানি হতেই বিজেপি কটাক্ষ করে বলেছে, যারা কালীঘাটে অর্থ পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন তাদেরই সরানো হচ্ছে। যদিও তৃণমূলের রাজ্যস্তরের নেতা পার্থসারথি মাইতি এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, নির্বাচনে দলের সাফল্য আনতেই এই পরিবর্তনের প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =