বড় পদক্ষেপ, কাশ্মীরে মাটিতে মিশিয়ে দেওয়া হল উমরের বাড়ি

পুলওয়ামা : দিল্লি বিস্ফোরণকাণ্ডে ধরপাকড় চলছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে ঘাতক গাড়ির চালক উমর উন নবীর সম্বন্ধেও নিশ্চিত হওয়া গিয়েছে। এবার লালকেল্লা বিস্ফোরণের অভিযুক্ত উমর উন নবীর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় উমরের বাড়ি ভেঙে মাটিতে মিশিয়ে দিয়েছে প্রশাসন।

দিল্লি বিস্ফোরণের অভিযুক্ত উমর নবীর বাড়ি রাতভর অভিযানের সময় বিস্ফোরক ব্যবহার করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দিল্লি হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসী মডিউলগুলির বিরুদ্ধে উচ্চ সতর্কতা এবং তীব্র অভিযানের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দিল্লি বিস্ফোরণকাণ্ডে ‘ঘাতক’ সেই গাড়ির চালক হল উমর।

কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর পেশায় চিকিৎসক ছিল। শ্রীনগরের এক মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারির পড়াশোনা করেছিল ৩৬ বছর বয়সি উমর। ২০১৭ সালে এমবিবিএস পাশ করে। পরিবারের দাবি, খুবই শান্ত এবং চুপচাপ স্বভাবের ছিল উমর। সব সময় পড়াশোনা নিয়েই থাকত। এ হেন ছেলে কী ভাবে এমন চক্রে জড়িয়ে পড়ল, ভেবে পাচ্ছেন না পরিজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 4 =