ভূমিকম্পে কাঁপল এবার লাদাখ। মঙ্গলবার দুপুরে ৪.৪ মাত্রার কম্পন অনুভূত হয় কার্গিল। কার্গিল সেক্টরের বেশ কয়েকটি অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলে খবর। অন্যদিকে, বড়সড় কম্পন হয়েছে শ্রীলঙ্কাতেও। ৬.২ রিখটার স্কেলে কেঁপে উঠেছে দ্বীপরাষ্ট্র।
ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি সূত্রে খবর, মঙ্গলবার ভারতীয় সময় দুপুর একটা নাগাদ ভূমিকম্প হয়েছে লাদাখে। কার্গিল থেকে ৩১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে কম্পনের উৎসস্থল। ২০ কিলোমিটার গভীরে তৈরি এই কম্পনের জেরে রিখটার স্কেলে ৪.৪ মাত্রায় কেঁপে ওঠে লাদাখের একাধিক এলাকা। তবে এখনই লাদাখ থেকে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। জানা গিয়েছে, মাত্র আধ ঘণ্টার ব্যবধানে কাঁপল দুই প্রতিবেশী দেশ।
লাদাখে কম্পনের মাত্র ৩০ মিনিট আগেই বড়সড় ভূমিকম্প হয় শ্রীলঙ্কায়। ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটা নাগাদ কেঁপে ওঠে দ্বীপরাষ্ট্র। দশ কিলোমিটার গভীরে তৈরি এই কম্পনের জেরে রিখটার স্কেলে ৬.২ মাত্রায় কম্পন হয় সেদেশে। প্রভাব পড়ে কলম্বো-সহ একাধিক এলাকায়। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি ভারতের প্রতিবেশী রাষ্ট্র থেকে।