অপহৃত নেপালের বাসিন্দাকে ২ ঘণ্টার মধ্যে উদ্ধার বিধাননগর পুলিশের

নেপালের এক নাগরিককে অপহরণ করা হয়েছে। বুধবার সকালে এমনই অভিযোগ আসে বিধাননগর কমিশনারেটে। এরপরই দ্রুত পদক্ষেপ করে বিধাননগর কমিশনারেট। আর তাতেই কাজ হয়। অভিযোগ জমা হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হয় অপহৃত ওই নেপালের নাগরিককে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম শক্তি খনাল। এদিকে অপহরণের সঙ্গে যুক্ত থাকার ঘটনায় গ্রেপ্তার করা হয় দেবজ্যোতি দাস ওরফে দেব এবং আকাশ মণ্ডলকে। দেবজ্যোতির বাড়ি সল্টলেকের নয়াপট্টিতে এবং আকাশ নদিয়ার বাসিন্দা।
বিধাননগর পুলিশ সূত্রে খবর, নেপাল কনসুলেটের মাধ্যমে সরোজ খনাল নামে নেপালের এক বাসিন্দা বাগুইআটি থানায় অভিযোগ জানান। জানা যাচ্ছে, সরোজ খনালের ভাই শক্তি খনাল গত ৩ জুন কলকাতায় এসেছিলেন। শহরে আসার পর, বাড়ির লোকজনের সঙ্গে ই-মেল মারফত যোগাযোগও হয়। পরিবারের লোকেদের জানিয়েছিলেন, তিনি চিনার পার্ক এলাকায় একটি গেস্ট হাউজে উঠেছেন। পাশাপাশি এও জানান, কলকাতায় আসার পর তিনি কিছু সমস্যায় পড়েছেন। তবে ঠিক কী সমস্যায় পড়েছিলেন তিনি, সেই বিষয়টি স্পষ্ট ভাবে জানানি পরিবারের সদস্যদের। এরপর মঙ্গলবার ৬ জুন সরোজ খনালের মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ কল আসে অপরিচিত নম্বর থেকে। সরোজবাবুকে জানানো হয়, তাঁর ভাইকে অপহরণ করা হয়েছে। শুধু তাই নয়, মুক্তিপণ হিসেবে মোটা টাকাও দাবি করা হয়। অভিযোগ মোট ৩ লাখ টাকা দাবি করা হয়েছিল। এরপরই কী করবেন বুঝতে না পেরে, নেপাল কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেন সরোজ খনাল। কনস্যুলেটের সাহায্যে বাগুইআটি থানায় অভিযোগ জানান তিনি। পুলিশ সূত্রে খবর, সেই অভিযোগ পাওয়ার পরই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় বিধাননগর কমিশনারেটের তরফ থেকে। গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দলও গঠন করা হয়। কে বা কারা ওই ব্যক্তিকে অপহরণ করেছে, সেই খোঁজ শুরু করে পুলিশ। অপহৃতকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারী পুলিশ আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, ওই মুক্তিপণের টাকা একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠাতে বলা হয়েছিল। সেই সূত্র ধরে খোঁজ শুরু করে পুলিশ। একইসঙ্গে যে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন গিয়েছিল অভিযোগকারীর কাছে, সেই নম্বরের লোকেশন ট্র্যাক করারও চেষ্টা করেন তদন্তকারী পুলিশকর্মীরা। এরপরই পুলিশ জানতে পারে, যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলা হয়েছিল এবং ওই হোয়াটসঅ্যাপ কলের নম্বরের লোকেশন দুটিই সল্টলেক উত্তর থানা এলাকায়। সেই মতো একটি জায়গাকে চিহ্নিতও করেন পুলিশকর্মীরা এবং সেখানে অভিযান চালানো হয়। এরপরই উদ্ধার করা হয় শক্তি খনাল নামে ওই নেপালি নাগরিককে।
এদিকে প্রাথমিকভাবে পুলিশি তদন্তে উঠে এসেছে, অপহৃত শক্তি খনাল অভিযুক্ত দেবজ্যোতি ওরফে দেবকে আগে থেকে চিনত। শক্তিকে পর্তুগালের ভিসা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছিল অভিযুক্ত ওই ব্যক্তি। যদিও কী কারণে এই অপহরণ, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =