আসানসোল: আসানসোল (Asansol) পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বুধবার জামুড়িয়া পুর এলাকার ৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার তিনি কাউন্সিলর হিসেবে শপথ গ্রহণ করেন। আসানসোল পুরনিগমে শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ। এছাড়াও উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, মেয়র পত্নী সুচিস্মিতা উপাধ্যায়, পুর কমিশনার, পুর সচিব সহ মেয়র পারিষদ ও কাউন্সিলাররা। পরে সাংসদ শত্রুঘ্ন সিন্হা পুরনিগমে এসে মেয়রকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান। সাংসদ শত্রুঘ্ন সিন্হা (Shatrughna Sinha) বলেন, আসানসোল একজন ‘শানদার ও জানদার’ মেয়র পেয়েছে। আমার আশা, তার হাত ধরে আসানসোল সামনের দিকে এগিয়ে যাবে। মেয়রকে অভিনন্দন জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক শিবদাসন দাসু। শপথের পরে মেয়র বলেন, এতদিন যেভাবে উন্নয়ন হয়েছে আগামী দিনে তার কোনও ব্যতিক্রম হবে না। সব ওয়ার্ডে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হবে। এদিন মেয়রের কাউন্সিলর হিসাবে শপথ নেওয়ার অনুষ্ঠান ঘিরে তাঁর অনুগামী তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।