সত্য ঘটনা মানুষের কাছে তুলে ধরাই মিডিয়ার কাজ। কিছু ক্ষেত্রে মিডিয়া পক্ষপাত নিয়ে সংবাদ পরিবেশন করছে। এটা একেবারেই অনুচিত। রবিবার নৈহাটির সিং ভবনে একটি অনলাইন সংবাদ মাধ্যমের বার্ষিক বনভোজনে উপস্থিত হয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সত্য নির্ভর সংবাদ পরিবেশনের পরামর্শ দিলেন। সাংসদ বলেন, ‘ব্যারাকপুর শিল্পাঞ্চলের অধিকাংশ সাংবাদিকরাই সত্য ঘটনা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন।’ তবে তাঁর আক্ষেপ, কিছু অংশ সত্য ঘটনা চেপে কারও পক্ষ নিয়ে কাজ করছেন। তাতে সমাজে খারাপ প্রভাব পড়ছে। সাংসদ বলেন, ‘কিছু মিডিয়া বন্ধু নিজের স্বার্থ রক্ষায় গণমাধ্যমকে হাতিয়ার করছেন। এটা ঠিক নয়। তাঁর দাবি, ভাটপাড়া-নৈহাটি অঞ্চলের বহু পুরানো কিছু সংবাদ কর্মী অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে এখনও কাজ করে চলেছেন’। সাংসদের কথায়, মিথ্যা সংবাদ পরিবেশন করে কখনও পরিপূর্ণতা অর্জন করা যায় না। সামাজিক ব্যক্তি কিংবা রাজনৈতিক ব্যক্তিরা কাজের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেন। এদিন তিনি দাবি করেন, সোশ্যাল মিডিয়ার যুগে কিছুই লুকিয়ে রাখা যাবে না। তাই সত্য ঘটনা মানুষের সামনে তুলে ধরতে হবে। সাংসদের সংযোজন, শিক্ষকদের সমাজে যেমন সম্মান থাকে, তেমনই সমাজে সাংবাদিকদেরও সম্মান আছে। তাই একজন সাংবাদিকের কাজ, সঠিক তথ্য খুঁজে বের করে তা জনগণের সামনে তুলে ধরা। বনভোজন অনুষ্ঠানে এদিন সমাজের বিভিন্ন শ্রেণির মানুষজনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সাংসদ ছাড়াও এদিন হাজির ছিলেন হালিশহর পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান রাজা দত্ত, প্রাক্তন কাউন্সিলর বন্ধু গোপাল সাহা, ভাটপাড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর অম্বর চক্রবর্তী, জেটিয়া পঞ্চায়েতের প্রাক্তন সদস্যা নমিতা দাশগুপ্ত, তৃণমূল নেতা সঞ্জয় সিং, রানা দাশগুপ্ত, অতনু রায় চৌধুরী, তৃণমূল নেত্রী আলো রানী সরকার, সোমা দাস, বানীব্রত ব¨্যােপাধ্যায়, দীপঙ্কর ঘোষ, অরিন্দম দে, শিবু সরকার-সহ সংবাদ মাধ্যমের কর্মীরা।